জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় সেবা – এই স্লোগান কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল লজিস্টিক জেনারেল সার্ভিস এর পাসপোর্ট সেবা পেয়ে খুশি সৌদি আরবের মদিনায় বসবাসরত বাংলাদেশিরা।
২৪ আগস্ট ২০২২ মদিনা শহরের বাংলাদেশি মার্কেটে আল দাউদিয়া বিল্ডিংয়ের (৭ম তলায় অফিস নং ৭০৮) প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসে আগত প্রবাসীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন প্রবাসী সেবা কেন্দ্রের মার্কেটিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। উপস্থিত ছিলেন মদিনা প্রবাসী সেবা কেন্দ্রের ব্যবস্থাপক মঞ্জুর আহমেদ খান।
মদিনা শহরে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস চালু করায় বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম ফরহাদ, মাহবুব আলম, মাহফুজুর রহমান, মোঃ রাজিব, জহিরুল ইসলাম।
তারা বলেন, আগে আমরা কাজ কর্ম রেখে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে মদিনা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট অফিসে গিয়ে পাসপোর্ট রিইস্যু, রিনিউ সহ যাবতীয় সেবা নিতে হতো। আবার প্রতি তিন মাস অন্তর জেদ্দা কনস্যুলেট অফিসের লোকজন এসে সেবা দিতেন। এতে অনেকের জরুরি কোন তথ্য দরকার হলে তাৎক্ষণিক পেতাম না। এখন মদিনায় প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস চালু করায় প্রবাসী বাংলাদেশিদের সময়ও বাঁচবে, দ্রুত যেকোনো তথ্য ও সেবা নিতে পারবে ।
মদিনায় বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের কর্মকর্তারা গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সরকারের পাসপোর্ট সেবা সহ সকল সেবা গুলো তুলে ধরেন।
উল্লেখ্য মদিনা প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস সপ্তাহের শনিবার – বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা এবং বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অফিস খোলা থাকবে। সপ্তাহের শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবাসীদের সেবা দেয়া হচ্ছে বলেও জানান কতৃপক্ষ।