শেখ মুহিতুর রহমান, লন্ডন, যুক্তরাজ্য: প্রতি বছরের মতো এবারো স্কটল্যান্ডের আবেরদিন মাল্টিকালচার সেন্টার এর উদ্যোগে আগামী ২৯ জুলাই রোববার অনুষ্ঠিত হবে দিনব্যাপী আবেরদিন মেলা ২০১৮। স্থানীয় ওয়েস্টবার্ন পার্ক (westburn park) প্রাঙ্গনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এবারের মেলায় প্রচুর পরিমানে স্টল থাকবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হস্ত এবং কুটিরশিল্প, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, ইনফরমেশন কর্নার ও নানাদেশের নানাবিধ পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসবেন দোকানিরা। তাছাড়া মেলা চলাকালে বিভিন্ন দেশের নাচ,গান, খেলাধুলা, ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতা সহ থাকবে আনন্দ উল্লাসের অনেক উপকরণ । স্কটল্যান্ড সহ ইউরোপের স্বনামধন্য শিল্পীরা এতে অংশ গ্রহণ করবেন বলে ধারণা করা যাচ্ছে । ২৯ জুলাই দুপুর ১২.oo টা থেকে বিকাল ১৯.০০ পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের আবাসন শিল্পের বিস্ময় শাপলা সিটি লিঃ আবেরদিন মেলা ২০১৮ এর প্রধান স্পনসর। মেলা প্রাঙ্গণে তাদের থাকবে বিশাল বিশাল স্টল। উপস্থিত থাকবেন ঢাকা থেকে আসা কোম্পানির এম ডি মোঃ বদরুদোজ্জা ও চেয়ারম্যান ইরিন ওসমান, বিশিষ্ট টিভি উপস্থাপক আব্দুল আউয়াল মামুন সহ একঝাঁক অভিজ্ঞ সেলস টিম। মেলাতে যারা ফ্লাট বুকিং করবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড় ও লোভনীয় পুরস্কার বিমান টিকেট। আবেরদিন মেলা ছাড়াও স্কটল্যান্ডের বিভিন্ন শহরে একাধিক রোড শোতে ঢাকা থেকে আসা কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে ।