ক.ম .জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: ২৭ জুলাই শুক্রবার রাত ১০ ঘটিকায় সৌদি জার্মান হাসপাতাল-আসির বাঙালি কমিউনিটি কর্তৃক সহকর্মী মোঃ কোরবান আলী ও মোহাম্মদ শাহজাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মোঃ আব্দুল মালিকের সুললিত কন্ঠে কোরাআন তেলোয়াত, জনাব মোঃ নুরুল আলম মাষ্টারের সভাপতিত্বে ও জনাব মোহাম্মদ মনসুরের কাব্যিক সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট বাঙালি কমিউনিটি ব্যাক্তিত্ব ও উক্ত হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার জনাব আবুবকর কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুবকর সিদ্দিক, মোঃ আব্দুল হান্নান ও মোঃ আব্দুল ওয়াহেদ।
বক্তৃতা করেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এস,এম,জাহাঙ্গীর আলম, মোঃ নুরুন্নবী, মোঃ জাফর আহমেদ ও আব্দুর রহমান প্রমুখ। মোঃ জয়নাল ও মোঃ আহমেদ সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে পুস্পস্তবক অর্পন করেন। মোঃ মনসুর কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।
সভায় বক্তাগণ বিদায়ী সহকর্মীদের সুন্দর, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা ও বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী সংবর্ধিত অতিথিবৃন্দের মধ্যে বিশেষ করে। কোরবান আলীর সুদীর্ঘ ২৭বৎসরের অধিক বাঙালি সৌদি জার্মান হাসপাতাল আসির শাখায় বিদায় সংবধর্না অনুষ্ঠিত কমিউনিটির প্রত্যেকটি সুখে, দুঃখে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের দুজনকেই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও তাঁদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সভার সভাপতি মাওলানা রিয়াজকে দোয়া মাহফিল পরিচালনা ও ভোজসভায় সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে সভায় সমাপ্তি ঘোষনা করেন।