ক ম জামাল উদ্দীন, খামিস মুশায়েত, সৌদিআরব প্রতিনিধি: বিদেশস্থ মিশনের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে এবং প্রবাসীদেরেকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে ৩ আগস্ট শুক্রবার সকাল ৮ ঘটিকায় নাজরানের আল উখদুদ হোটেলে কনস্যুলার সার্ভিস প্রদান এবং নাজরান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মান্যবর কনসাল জেনারেল কর্তৃক গণশুনানী এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গণশুনানীতে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন সরাসরি প্রবাসীদের কথা শোনেন এবং উত্থাপিত সমস্যা সমূহের সমাধান তাৎক্ষণিকভাবে প্রদান করেন। মতবিনিময় সভায় কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ, অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ, বাংলাদেশ বিমানে ভ্রমন, সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ আর্নার্স বন্ড ক্রয় করে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হবার জন্য উদাত্ত আহবান জানান । গণশুনানী এবং মতবিনিময় সভায় কনস্যুলেট কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া প্রতিনিধি এবং নাজরান অঞ্চলে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ।