খলিল চৌধুরী, সৌদিআরব: প্রবাসীরা দেশের সূর্য সন্তান ও প্রবাসীদের কল্যাণে আমরা এ স্লোগান নিয়ে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন শহর ও গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহাগাড়া উপজেলা প্রবাসীদের কল্যাণে লোহাগাড়া প্রবাসী সমিতি বাস্তবায়নের লক্ষে মক্কা নগরীর মিসফালাহ ডেইফা হোটেল হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশন-সিপ্লাস টিভি প্রতিনিধি খলিল চৌধুরী।
সভায় উপস্থিত সবার মতামত ভিত্তিতে ২৯ সদস্য বিশিষ্ট লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরব আহ্বায়ক কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে-আলহাজ্ব মো: আব্বাস উদ্দিন’কে আহ্বায়ক ও সাংবাদিক খলিল চৌধুরীকে সদস্য সচিব করেন। এ কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন যথাক্রমে- হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ শিবলী, মো: লোকমান হাকিম, তারেক আজিজ চৌধুরী, এনামুল হক এনাম, মো: কতুব উদ্দিন, মুহাম্মদ এনামুল হক, শেখ আবদুল আজিজ ও এস.এম আবু তাহের।
সম্মানিত নির্বাহী সদস্যরা হলেন- কাজী সাইফুউদ্দিন ইয়াহিয়া, জাকের হোসেন বাচ্চু, ফারুক জিএমপি, মাওলানা শহিদুল হক, আব্দুর রাজ্জাক, মো: কামাল উদ্দিন, ইয়াছিন আরফাত, মো: নাজিম উদ্দিন, ফরহাদ হোসেন রেজা, নাজিম উদ্দিন হ্নদয়, আমজাদ হোসেন তুষার, মুহাম্মদ আসাদ, মুহাম্মদ শোয়াইব, মুহাম্মদ মুরাদ, মো: ওবাইদুল্লাহ, কাইছার হামিদ, মনচুর আহমদ তাসকিন, সালমান মাহমুদ রুবেল ও মো: নাজিম উদ্দিন প্রমুখ।
এ আহ্বায়ক কমিটি আগামী নতুন বছরের শুরুতে প্রবাসীদের কল্যাণে ও সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে “লোহাগাড়া প্রবাসী সমিতি”র আত্মপ্রকাশ ও বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ ও সবার সুস্বাস্থ্য কামনা করে হাফেজ শহিদুল্লাহ শিবলী হমোনাজাত পরিচালনা করেন।