ক ম জামাল উদ্দিন, খামিস মোশায়েত, সৌদিআরব:
সৌদিআরব আরও ৪১ ক্যাটাগরি কাজের ক্ষেত্র বিদেশি শ্রমিকদের জন্য বন্ধ করতে যাচ্ছে। গত ১৬ ডিসেম্বর আরব নিউজ পত্রিকায় এক প্রতিবেদনের মাধ্যমে জানা দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন সৌদি মন্ত্রী আহমেদ বিন সুলেমান আল-রাজী আদেশ জারি করেন যে, ৪১ ক্যাটাগরি কাজের ক্ষেত্রে বিদেশি শ্রমিকরা আগামী বছর থেকে আর কাজ করতে পারবেননা।
আপাতত দেশটির অন্যতম গুরত্বপূর্ণ ও পবিত্রভূমি মদিনা শরীফ থেকে এ আদেশ এর ফরমান জারি হবে। খবরে আরও জানা আগামী বছরের এপ্রিল থেকে কিছু ক্যাটাগরি এবং একই সনের জুন থেকে বাকী ক্যাটাগরিতে ফরমানটি কাযর্কর হবে।
কাজের ক্ষেত্রগুলো হচ্ছে, হালকা গাড়িচালক, অর্ডার গ্রহণকারী, নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা, খাদ্য পরিষেবা কর্মচারী, টেলিফোন অপারেটর, তথ্য-এন্ট্রি ক্লার্ক, প্রশাসনিক ক্লার্ক, সেক্রেটারি, জেনারেল সার্ভিস সুপারভাইজার, রুম সুপারভাইজার, রক্ষণাবেক্ষণ সুপারভাইজার, বিক্রয় ও বিপণন সুপারভাইজার, নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার, পর্যটন কর্মসূচী সুপারভাইজার, ফ্রন্ট অফিস সুপারভাইজার, টেলিফোন অপারেটর সুপারভাইজার, নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা, ভারপ্রাপ্ত পরিচালক, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, রুম সার্ভিস ম্যানেজার, গ্রাহক সেবা ব্যবস্থাপক, প্রশাসনিক পরিচালক, বিক্রয় ও বিপণন প্রতিনিধি, পর্যটন কর্মসূচীর পরিচালক, ফ্রন্ট অফিসের পরিচালক এবং কর্মীদের সম্পর্ক পরিচালক