মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিঅারব প্রতিনিধি: ১০ অক্টোবর বুধবার রাতে রিয়াদের হারাস্ত মমতাজ হোটেলে ২১ গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহার ও নিন্দা জানিয়ে সৌদি অারব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি অারব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি এ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান ইমরান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান কমলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি অারব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জিয়াউল ওয়াদুদ মাসুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব আবু সাইদ, সৌদি অারব পূর্বাঞ্চল বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৌদি অারব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন রিপন, ইসতিয়াক খান তারেক, বিপ্লব হোসেন আজাদ, হানিফ মুন্সী, সোহরাব হোসেন লিটন, হাজী কবির হোসেন, রেজাউল করিম মিরাজ, কবি শাহিনুর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন, যখন যেখানে যেই ঘটনা তার দায়ভার সরকার না নিয়ে বিএনপির নেতাদের উপরে চাপিয়ে দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় ১০ অক্টোবর ২১ গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাদের সাজার রায় দেয়া হয়েছে যা মিথ্যা আমরা রায়ের তীব্র নিন্দা এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও একইভাবে মিথ্যা মামলায় জড়িয়েছেন, তিনি অসুস্থ তার চিকিৎসা দরকার তা নিয়েও সরকার তালবাহানা করছে, আওয়ামীলীগ আজ মানবতাকেও হার মানিয়েছে বলে নেতারা অভিযোগ করেন।