প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত জন প্রশাসন মন্ত্রী জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে ১৪ জানুয়ারি ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম ।
সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজির সঞ্চালনায় ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম মিন্টু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সহ সভাপতি আবদুল মোতালেব, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান নেতা হাজী আবু তৌহিদ, রেজাউল করিম রেজা, হুমায়ূন কবির, বেবী নাজনীন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।