হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ কয়েসের সমর্থনে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে ৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান হয়।
বিশিষ্ট সমাজ সেবী আতাউর রহমান আতার সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ সালাম।
‘সিলেট-৩ সংসদীয় এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট এমএ মকলু মিয়া, ময়নুল হক চৌধুরী হেলাল, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ এ খান, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব দলা মিয়া, আব্দুস শহীদ, কফিল আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, কাউছারুজ্জামন কয়েছ, জুবেদা হোসেন রোজি, সাইকুল ইসলাম, দুরুদ মিয়া রনেল, আব্দুল বাছিত বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বুরহান উদ্দিন, লোকমান হোসেন লুকু, শ্যামল কান্তি ধর, হোসেন আহমদ, জাহেদ আহমদ, মামুন আহমদ চৌধুরী, কবির মিয়া, প্রফেসর আব্দুল কাইয়ূম, জাকির আহমেদ, আব্দুর রব, আজলুন আহমদ কামরান, হাজী মখদ্দছ আলী, ইছামত আলী, মুহিবুল হক আনছার, আব্দুল শহীদ দুদু মিয়া, রেহানুজ্জামান, যুবলীগ নেতা শেখ ওলি আহাদ, নাজমুল হোসেন, ফয়ছল আহমদ, শেখ সাজু হাসান, কামরান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জননন্দিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে প্রবাসীদেরও যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বক্তারা বলেন, একজন প্রবাসী হিসেবে সিলেট-৩ আসনে মাহমুদ উস সামাদ কয়েসকে নৌকা প্রতীকে নির্বাচিত করলে সংসদে প্রবাসীদের হয়ে কথা বলবেন তিনি। এসময় তারা ভোটারদের কাছে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ‘প্রার্থী যেই হোক ভোট নৌকায়’ স্লোগানে প্রচারণা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। ফোন-সোসাল মিডিয়ায় গণসংযোগ ছাড়াও কেউ কেউ নিজ এলাকায় নৌকার হয়ে কাজ করতে দেশে যাবেন বলেও উল্লেখ করেন সভায়।