প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এর শো-রুম হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরাণ (রঃ) এর পূণ্যভূমি সিলেটের উপশহর সংলগ্ন সোবহানীঘাটে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং জনাব শেখ তানবীর তাপস, জনাব এস এম বেনজির সাকলাইন, রেটেইল অপারেশন ম্যানেজারসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।
সারাদেশে ফুটওয়ার সামগ্রীর ব্র্যান্ড “ভাইব্রেন্ট” এর শো-রুম স্থাপনের ধারাবাহিকতায় এ পর্যায়ে দুটি পাতা একটি কুঁড়ির শহর সিলেটে উদ্বোধন করা হয়েছে। যাত্রা শুরুর ছয় মাসের মধ্যে গ্রাহকদের চাহিদা ও ধারাবাহিকতা বজায় রেখে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাইব্রেন্টের উল্লেখযোগ্য সংখ্যক শো-রুম রয়েছে। ভাইব্রেন্টের যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা ও আধুনিকতার কথা বিবেচনায় রেখে প্রায় ৮০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে।
যাত্রার শুরুতে চলতি বছর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন শহরে ১০টি আউটলেটের পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে ঢাকায় মৌচাক, হাজীপাড়া, গুলশান, পুলিশ প্লাজা, বনশ্রী ও চট্টগ্রামের হালিশহরে ভাইব্রেন্টের শো-রুম উদ্বোধন করা হয়েছে। খুব শীঘ্রই ঢাকার শেওড়া পাড়া ও বগুড়ায় আরো দু’টি শো-রুম উদ্বোধন করা হবে।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী।
ভাইব্রেন্টের কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে সারাদেশের ৬৪টি জেলা শহরে ধারাবাহিকভাবে শো-রুম খোলা হবে বলে জানা গেছে।