হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০ আগস্ট সোমবার জ্যাকসন হাইটস এর পালকি রেষ্টুরেন্টে সন্ধ্যা ৮.৩০ মিনিট থেকে একটানা ১১.৩০ মিনিট পর্যন্ত শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জালালউদ্দীন জলিল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কায়কোবাদ খান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও মিলাদ পাঠসহ মোনাজাত পাঠ করেন শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর সহ সভাপতি আবুল কাশেম ভুইয়া ।
জাতীয় শোক দিবসের হলভর্তি অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর উপদেষ্টা রাজনেতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ রঞ্জন কর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড -এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর প্রধান উপদেষ্টা বিএম জাকির হোসেন হিরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকট শাহ মো: বকতিয়ার, জনসংয়োগ বিষয়ক সম্পাদক কাজী কয়েস,আওয়ামী লীগনেতা শরীফ কামরুল আলম হীরা,শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা আখতার হোসেন, সংগিত শিলাী আল আমিন বাবু, নিঊইয়ক ষ্টেট আওয়ামী লীগের শিখখা বিষয়ক সম্পাদক শিকরিতি বডুয়া, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা টি, মোল্লা , জেবিবিএনেতা মাসুদ মোল্লা, কামাল আবুল কাশেম, প্রবীর গুন ও জাহিদ প্রমুখ ।খবর বাপসনিঊজ।সভায় প্রধান অতিথি ¡ ড. প্রদীপ রঞ্জন কর একটি সাফল্যজনক গুরু গম্ভীর জাতীয় শোক দিবস পালন করার জন্য শেখ হাসিনা মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন বঙ্গবন্ধু সবসময়ই আমাদের মনের গভীরে রয়েছেন এটিকে লালন করে তার মৃত্যু বার্ষিকীতে যথার্থ সম্মান প্রদর্শন করার উপর গুরুত্ব আরোপ করেন।বিশেষ অতিথি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী বঙ্গবন্ধুর বিশাল জীবনের স্মৃতিচারন করে নানাদিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
শেষে সংগঠনের সভাপতি জালালউদ্দীন জলিল কর্মব্যস্ততার মধ্যেও সারাদিন কাজের শেষে দীর্ঘ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধু পরিবারের অনেক ঘটনার স্মৃতিচারন করে নৈশভোজের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন।