অাখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: শিশু নিখোঁজের ১ ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ইতালির মিলান পুলিশ।
জানাযায়, ইতালির মিলানে বসবাসরত সাংবাদিক এবং ব্যবসায়ী প্রিয় মুখ রুহুল আমীন রাহুলের ছয় বছর বয়সী কন্যা মাহফুজা সারিহা আমিন ২৩ সেপ্টেম্বর দুপুর ১২.২৫ টার দিকে মিলানোস্থ বাসার নিচে খেলতে গিয়ে হারিয়ে যায়। তখন সারিহার পরিবারের পক্ষ থেকে মেয়ের সন্ধানে মিলানোস্থ পুলিজিয়া (পুলিশ) এর কাছে সহযোগিতা চাওয়া হয়, মুহূর্তের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এবং পাচঁ ছয় টি টিমে বিভক্ত হয়ে খোঁজ নিতে শুরু করে এবং মাত্র ১ ঘন্টা সময়ের মধ্যেই সফল হন তারা। তারা শিশু মাহফুজা সারিহা আমিন কে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন। রুহুল আমীন রাহুল তার আদরের কন্যাকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।