নূরুন্নবী আলী, লন্ডন, যুক্তরাজ্য: কানেক্ট বাংলাদেশ ইউকে’র আসন্ন রোম সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা ২৭ সেপ্টেম্বর পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয় । কানেক্ট বাংলাদেশের অন্যতম সমন্বয়কারী ও বিশিষ্ট আই টি বিশেষজ্ঞ , মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজিরের সভাপতিত্বে এডভোকেট শিব্বির আহমেদের সঞ্চালনায় সভায় সম্মেলনের ভেন্যু ইতালির রোম পরিদর্শন করে ফেরা সংগঠনের অন্যতম সমন্বয়কারী নুরুল আমিন বিস্তারিত তথ্য ও করণীয় সম্পর্কে বর্ণনা দেন ।
উল্লেখ্য আগামী ২৬, ২৭, ২৮, অক্টোবর ইতালির রোমে ৩ দিনব্যাপী কানেক্ট বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পৃথিবীর নানা প্রান্ত / দেশ থেকে প্রতিনিধিরা স্বপরিবারে অংশগ্রহণ করবেন । সভায় কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক এডভোকেট শিবলী সাদিক মিডিয়া ও সম্মেলনে যোগদান বিষয়ক নানা পরামর্শ তুলে ধরেন ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানেক্ট বাংলাদেশের সমন্বয়কারী যথাক্রমে ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ, এডভোকেট শিবলী আহমেদ, বাবুল তালুকদার, শহর আলী , কমিউনিটি এক্টিভিস্ট ও সদস্য, প্রফেসর শাহেদুর রহমান, ব্যারিস্টার ফারাহ খান, ইফতেখার ভূঁইয়া, এনাম খান এফসিএ, নূরুন্নবী আলী ।