জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, প্রশিক্ষিত পাইলট ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশবাসীর কাছে তার মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “গত ৫ আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে। দেশকে নিয়ে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সে রকম একটি দেশ আমরা পর্যায়ক্রমে গঠন করতে সক্ষম হব।”
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবার এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আরাফাত রহমান কোকো ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়। ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ প্রমুখ।
এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।