প্রবাস মেলা ডেস্ক: খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের সম্মানীত সদস্য এ্যাড. রেজাউল ইসলামের পিতা আব্দুল হামিদ শেখ (৮৫) আজ মঙ্গলবার সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ভোরে ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়লেফার্মগেটে অবস্থিত আল রাজী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র পক্ষ থেকে সংগঠনটির সভপতি মো. সিরাজুল ইসলাম ও মহাসচিব মো. রবিউল আলম বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা থেকে মৃতদেহ গ্রামের বাড়ী খোকসা উপজেলার সাত পাখিয়া গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।