প্রবাস মেলা ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধে হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া জি-৭ সামিটে কিয়েভের জন্য নতুন আর্থিক সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, ইউক্রেন এ যুদ্ধে জিতবে। ২৫ জুন ২০২২, শনিবার জার্মানিতে জি-৭ সামিটে যোগ দিয়ে মিত্র দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
জনসন ব্যাভারিয়ান আল্পসে সাত ধনী দেশের শীর্ষ সম্মেলনের সময় এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পক্ষে এ যুদ্ধে জয় লাভ করা সম্ভব এবং তারা জিতবে। কিন্তু এর জন্য প্রয়োজন আমাদের সমর্থন।
বিবৃতিতে আরও বলা হয়, সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেনের নগদ অর্থ ফুরিয়ে যাওয়ার সম্ভবনা থাকায় ইউক্রেনকে ৪২৯ মিলিয়ন ডলার ঋণ দিতে প্রস্তুত রয়েছে ব্রিটেন।
প্রসঙ্গত, জনসন ২৬-২৮ জুন পর্যন্ত জার্মানির বাভারিয়ার এলমাউ ক্যাসেলে অবস্থান করবেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালি, কানাডা এবং জাপানের প্রতিপক্ষদের সাথে জি-৭ সম্মেলনে যোগ দেবেন।