মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৩০ আগস্ট রাতে রিয়াদ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে বাথাস্ত তাজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিয়াদ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আবদুর রহিম বাবুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তোফায়েল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ, এম আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোলেমান বাদশা, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন মিলন, সহ সভাপতি মো: জসিম উদ্দিন, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাচ্চু, রিয়াদ জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি শেখ জামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ মো: বাচ্চু, তাজ রেস্টুরেন্টের চেয়ারম্যান আলমগীর হোসেন মিন্টু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আনোয়ার হোসেন। উপস্থিত সকল প্রবাসীদের উন্নতমানের স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য আহবান জানান রিয়াদ বাথাস্ত ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় ।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা জসিম উদ্দিন।