অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত মাধ্যমে পতাকার প্রতি সম্মান প্রদর্শন। যেহেতু ১ ডিসেম্বর বিজয়ের মাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও মহান শহীদদের প্রতি ১ মিনিট নিরবতার সাথে সম্মান প্রদর্শিত হয়।
এর পর দেশাত্ববোধক গানের সাথে গীতাঞ্জলীর মেয়েদের মনোরম নৃত্য পরিবেশীত হয় যা দর্শকদের মুগ্ধ করেছে। সঞ্চালক ছিলেন আনোয়ার জাহিদ।
২য় পর্ব শুরু হয় ৮টায় এবং এই পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার জাহিদ বজলু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কে কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসা। প্রধান অতিথিকে ফুলের তোরা প্রদানকরেন মো: মস্তফা।
প্রথমেই নতুন কমিটির মঞ্চে আগমন ও শপথ গ্রহণ পরিচালনা করেন সাবেক সভাপতি ড. আইয়ুব হোসেন। নির্বাচিত কমিটির সকলসদস্যদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. আবুবক্কর সিদ্দিক ও মো: আনিসুর রহমান।
প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দেন আনোয়ার জাহিদ বজলু। নির্বাচিত সভাপতিকে ক্রেস্ট উপহার দেন সাবেক সভাপতি ডা. আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি আইয়ুব ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক ও সাংবাদিক সৈয়দ কবির আনোয়ার, মুক্তিযোদ্ধা কৌশিকআহমেদ, কাজী মন্টু, মো: সোলায়মান, ফাহিম রেজা নূর, লায়ন সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক কামরুল প্রমুখ।
সংগঠন থেকে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি ডা. আবুবক্কর সিদ্দিক, সাবেক সভাপতি ডা. আইয়ুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাসুম রেজা, মোঃ সারোয়ার হোসেন, সিরাজুলইসলাম, আবু হানান, সাবেক সাধারণ সম্পাদক আলীম, শামসুল আলম। এরপর মনোরম সঙ্গীত পরিবেশন করেন মোঃ রাজিব, সাইফুল্লাহ পারভেজ। রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, সমস্ত দর্শক শেষ অবধি অনুষ্ঠান উপভোগ করেন।
২য় পর্বের অনুষ্ঠান সঞ্চলনা করেন, ডা. আইয়ুব হোসেন, বাদশা আলমগীর, আলীম, মোহাম্মদ মোস্তফা।