শাহাদাত হোসেন, কুয়ালালামপুর, মালয়েশিয়া: বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা কর্মরত প্রায় তাদের সততার কথা আমরা শুনি তেমনই একজন, মালয়েশিয়া কুয়ালালামপুরে সিল কন্সালের নামে কনস্ট্রাকশন কোম্পানি তে দীর্ঘদিন ধরে সততার সাথে কাজ করে আসছেন শেখ ফরিদ টিটু।
কর্মস্থলে কোম্পানির স্টোরে বিশ হাজার রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ টাকা পান ।পাওয়ার টাকার মালিকানা না পেলেও কর্মরত কোম্পানির কাছে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেন। চাঁদপুর জেলার, ফরিদগঞ্জের পাইকপাড়া, মৃত আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে। তিনি জীবিকার তাগিদে ২০১৪ সালে মালয়েশিয়া পাড়ি জমান। তার এই সততা দৃষ্টান্ত হয়ে থাকবে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে।