মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ২২ নভেম্বর ২০১৮ সোনার বাংলা শিল্পীগোষ্ঠী নিয়ে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদ্বীপের রাজধানীর পাশে হুলোমালে দ্বীপে প্রবাসীদের সুখ দুঃখের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মোকলেছুর রহমান এর উদ্যোগে এক বিশাল সাংস্কৃতিক আনন্দের মেলা আয়োজন করেন। প্রথমেই সোনার বাংলা শিল্পীগোষ্ঠী অসাধারণ গানের সুরে সুরে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে বিভিন্ন গানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে।
সার্বিক সহযোগীতায় ছিলেন মো: সামসুল হক, মো: আলি, সাইফুল ইসলাম সহ অনেকে ৷ এছাড়াও ছিলেন সোনার বাংলা শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক কমিটির জনাব দুলাল মাদবর, জনাব মোখলেছুর রহমান, জনাব কবির হোসেন, জনাব মো: আলিম, জনাব জাকির হোসেন, জনাব মো: কুদ্দুস, জনাব মো: হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, হাফিজুর রহমান, কাজী মুখলেছ, নবগঠিত হুলোমালে ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে মুকলেছুর রহমান দর্শকদের উদ্দেশ্য বলেন, ‘বাংলা গানের হাজার বছরের সংস্কৃতির ধারক বাউল এবং লোকগান। এই ধরনের আয়োজন নিয়মিত হলে বিশ্ব দরবারে ছড়িয়ে পরবে আমাদের বাংলা লোকগান এবং লালন বাণীর যাত্রা তাই আসছে আগামী ৭ ডিসেম্বর এক বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান সকল প্রবাসীদেরকে আসার আমন্ত্রন রইল ৷ আমন্ত্রিত অতিথিরা সোনার বাংলা শিল্পীগোষ্ঠী প্রশংসা করেন প্রবাসীরা হাজার কষ্টের মাঝেও আনন্দ উপভোগ করতে পারেন এই সোনার বাংলা শিল্পীগোষ্ঠী দ্বারা ৷ দুর দুরান্ত দেকে আগত আমন্ত্রিত অতিথিরা রাতভর উপভোগ করেন এই সাংস্কৃতিক আনন্দের মেলা।