হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: উত্তরন হিউম্যান রাইটস এসোসিয়েশন ফ্রান্স এবং উত্তরন সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মমতাজ আলো সম্প্রতি ফ্রান্স থেকে নিউইয়র্ক সফরে আসেন। ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার নিউইয়র্কের জ্যামাইকায় প্রবাস মেলা’র সিনিয়র প্রতিনিধি, কলামিস্ট, রাজনৈতিক ও সামাজিক সংগঠক এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন মমতাজ আলোর হাতে প্রবাস মেলার সৌজন্য কপি উপহার হিসেবে তুলে দেন।
পত্রিকাটি হাতে পেয়ে মমতাজ আলো বলেন, “গণমাধ্যম জগতের একমাত্র প্রিন্ট এবং অনলাইন ভার্সনে প্রবাসীদের নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করছে প্রবাস মেলা পত্রিকা। এটি প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরছে এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাস মেলা আরও এগিয়ে যাবে।” পাশাপাশি তিনি প্রবাস মেলা’র সৌজন্যে কপি উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মমতাজ আলো একজন সফল উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্সের সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্সের সভাপতি হিসেবেও কাজ করছেন। দেশ ও প্রবাসে মানবকল্যাণে নিবেদিত মমতাজ আলো জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজের স্বাক্ষর রেখেছেন।