কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: চলতি বছর হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে মক্কা অাল-মোকাররমায় অারো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ২৮ জুলাই শনিবার এই তিনজন বাংলাদেশি হাজি মারা যান।
মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। নিহতরা তিনজন হলেন-কিশোরগন্জ হোসেন পুরের মো:মতিউর রহমান(৫৯) তার পাসপোর্ট নম্বর-বি কিউ ০৩৮৯৬৫৪।বরিশাল বাকেরগন্জের এম এ বারাক হাওলাদার(৬২) পাসপোর্ট নম্বর-বি এম ০৪৪৪৮২৭। এবং দিনাজপুর সদরের অাক্তারুজামান(৬২)তার পাসপোর্ট নম্বর-বি কিউ ০৯৩২৩৭৮। চলতি বছর সৌদিঅারবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা নগরীতে অাট বাংলাদেশি ইন্তেকাল করেছেন। রবিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৩ হাজার ৬০৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬০ হাজার ৩৭৮ জন। অাগামী ২০ অাগস্ট হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।