বিশ্বনাথ, সিলেট: সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল বলেছেন, সুস্থ্য মন ও দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ছাত্র ছাত্রীদের প্রতিদিনের রুটিনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার জন্য নির্দিষ্ট একটি সময় বরাদ্দ রাখা প্রয়োজন। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠেরও দরকার। তিনি আরও বলেন বিশ্বনাথে ভালো রেজাল্টের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ইসহাক একাডেমীর সুনাম রয়েছে। এ সুনাম বিশ্বনাথবাসীর, তা আমাদের ধরে রাখতে হবে। তিনি ইসহাক একাডেমীর আয়োজনে দুলু মিয়া ইস্ট লন্ডন গোল্ডকাপ ফুটবললীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথের রামপুরস্থ ইসহাক একাডেমী মাঠে গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী মিজানুর রহমান মোজাহিদ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালক, একাডেমীর সহকারী শিক্ষক ও ধারাভাষ্যকার কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো: সাজ্জাদ মিয়া, সমাজসেবী আব্দুল জলিল, একাডেমীর প্রিন্সিপাল ইলিয়াছ আলী, সহকারী শিক্ষক আনোয়ারুল হক। খেলায় জুবেনটাস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং ম্যান অব দ্যা ম্যাচ হয় জুবেনটাসের এনাম হোসেন।