শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ, কুয়েত এর আহ্বায়ক কমিটি গঠন কল্পে কুয়েত সিটির মালিয়া প্যানাসনিক টাওয়ারের এম্বাসীডর গ্রুপ অব কোম্পানির মিটিং রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।
এতে আলোচনায় উপস্থিত সবার সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান মোকাই আলী কে আহ্বায়ক ও বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম দিলিপ, আকতারুজ্জামান, মাইন উদ্দিন মইনকে যুগ্ম আহ্বায়ক ও হাবিব মোস্তফা কে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন থানার ৩১ জনকে সদস্য করে উক্ত আহবায়ক কমিটির গঠন করা হয়।
নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়ার সকল উপজেলার প্রবাসীদের কাছে খবরটি পৌঁছাতে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেয়া সহ কুয়েতে প্রত্যেকটি অঞ্চলে সবাইকে সমন্বয় করার আহবান জানান।
কুয়েতে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় নয়টি উপজেলার সব অঞ্চলের পচিশ থেকে এিশ হাজারের বেশি প্রবাসী আছেন। সকল উপজেলার কুয়েত প্রবাসীদের সমন্বয়ে শীঘ্রই সংগঠনের সবার সমর্থনে একটি পূর্ণাঙ্গ কমিটি করার মত দেন।
উল্লেখ্য যে, প্রথমে কমিটি গঠন কল্পে প্রস্তাবনার শুরুতে জাহাঙ্গীর আলম দিলিপ এর নাম আহ্বায়ক ও সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের নাম সদস্য সচিব হিসেবে সবার সম্মতিক্রমে গৃহিত হলে, তা তারা উভয়ে ব্যক্তিগত অপারগতা জানালে পরে জনাব মোকাই আলীকে আহ্বায়ক করে কমিটি গঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া কুয়েত প্রবাসীদের ঐক্য করতে দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান মোকাই আলী, বিশিষ্ট সংগঠক আকতারুজ্জামান, মাইন উদ্দিন মইন, রোমেন সহ বেশ কয়েকজন। দল মত নির্বিশেষে নিজ এলাকার উন্নয়ন, কুয়েতে ব্রাহ্মণবাড়িয়ার এ সংগঠনে কুয়েতে অবস্থানরত সকল ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের সুযোগ সুবিধার দিকটি প্রাধান্য দেয়া হবে কমিটিতে সেই আশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।