নিতীশ ভৌমিক:
কোথায় হারিয়ে গেছে
শুধাই কাহার কাছে
চামেলি মৃদু সুবাসে
শুধাতো আমার কাছে-
কত ভালবাসি তারে।
বলিতাম অন্তর থেকে
কিছু না বাঁকি রেখে
একগাল হাসি হেসে
“তোমারেই ভালবাসি প্রিয়া
এই জগত সংসারে।”
চামেলি বলিত মৃদু হেসে-
জোছনায় কাছে এসে
নাম ধরে ডেকো আমায়
“চামেলিগো তুমি যে আমার
জনমে জনমে ইহ-পরপারে।”
আজ কেন বলে না এসে
হৃদয় দিয়ে সে ভালবেসে-
“ওগো তুমি যে আমার চিরসাথী
এইতো আছি তোমারই সাথে
হৃদয়ে রেখেছি ফুলডোরে।”