জামাল ইসলাম, ফ্রান্স থেকে: বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সংগঠনের আহবায়ক সুনাম উদ্দিন খালিক এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক হাসান সিরাজ এর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জি,এম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি ও প্রধান সমন্বয়ক কে এম লোকমান হোসেন। বিশেষ অতিথি সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ এর সমন্বয়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী, প্রধান বক্তা সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ এর সমন্ব কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী লিংকন মোল্লা, বিশেষ বক্তা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইতালি আওয়ামীলীগ এর সভাপতি মাহতাব হোসেন, নিয়াজ মোহাম্মদ খোকন, নুরুল আবেদিন, শাহজাহান শাহী, হাজী জহিরুল হক, নুরুল হক ভূইয়া, আমীন খান হাজারী, আশরাফুল ইসলাম, হারুনুর রশীদ, কাজী সাসুল হক প্রমূখ।
অনুষ্ঠানের ২য় পর্বে সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সুনাম উদ্দিন খালিক কে সভাপতি, হাসান সিরাজ কে অন্যতম সহ সভাপতি, নজরুল ইসলাম কে সাধারন সম্পাদক ও আকিল ইব্রাহিম কে প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় ৷
এছাড়াও উক্ত সম্মেলনে ফ্রান্স আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধালীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ৷ সভা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়। গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ৷