শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধার মেধাবী কন্যা মুক্তা খাতুন খুনের প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়।
৩১ আগস্ট কুয়েত সিটির গুলশান হোটেলে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল আলম দিদার।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতিদের মধ্যে মানিক মিয়া, সাইদুল হক খান, ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, মেহেদী হাসান, সৈয়দ, সদস্য তৌহিদুল ইসলাম বাবু, বেলাল হোসেন ,ফারুক, নাজমুল হক সহ অনেকে।
বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা সত্যি ন্যাক্কারজনক ঘটনা, তাই খুনী ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও বিচারের মুখামুখি করার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্থক্ষেপের দাবী জানান এবং এ খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কেন্দ্রীয় কমিটি।