রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘বাংলাদেশে বিনিয়োগ ও প্রবাসীদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি প্রবাসী উন্নয়ন পরিষদের ব্যানারে ১২ জুলাই শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
সভা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, “দেশব্যাপী একশটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে সরকার। ইতিমধ্যে ২২টি অঞ্চলের কাজ শুরু হয়েছে। যার মধ্যে সরকারিভাবে ১৯টি এবং বেসরকারিভাবে তিনটি অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে। মালয়েশিয়া চাইলে ব্যবসার জন্য একটি অর্থনৈতিক অঞ্চল নির্বাচন করে নেওয়ার সুযোগ রয়েছে তাদের জন্যে। “
তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের ভালো পরিবেশ বিরাজ করছে। পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো এখন বাংলাদেশে আসতে শুরু করেছে।” অনুষ্ঠানে তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান। এ জন্য তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান। তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আরো বেশি পণ্য আমদানি আহবান জানান প্রবাসী ব্যবসায়ীদের।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বক্তৃতায় বলেন, “২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি আমি যখন মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে আসি তখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ৫৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি হতো। চার বছর পর এখন সেটা বেড়ে হয়েছে ২৭৭ মিলিয়ন ডলার। ২০২১ সালের মধ্যে সেটা পাঁচশ মিলিয়ন ডলারে উন্নতি করা আমাদের লক্ষ্য।”
শফিকুর রহমান চৌধুরী ও প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামানের যৌথ পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী অহিদূর রহমান অহিদ। ব্যবসায়ী রাশেদ বাদল স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাঃ শংকর চন্দ্র পোদ্দার, প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, ব্যবসায়ী হাজী আব্দুল হামিদ জাকারিয়া, এ কামাল হোসেন চৌধুরী, আবু বকর সিদ্দিক, নূর মোহাম্মদ ভূঁইয়া, আলমগীর হুসাইন, শওকত আলী তিনু, বিল্লাল মাহমুদ, বাবুল হোসেন, এস কে আরমান প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দাতু আলমগীর হোসেন, দাতু আব্দুর রৌফ, হুমায়ুন কবির, হুমায়ুন কবির আমির, আবুল কাসেম, শাখাওয়াত হোসেন সুমন, লিটন দেওয়ান, হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, আবদুল বাতেন, হারুন মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন প্রবাসী কমিনিউটি নেতা এ কামাল হোসেন চৌধুরী।