খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: জেদ্দায় ষষ্ঠ বারের মতো শুরু হয়েছে প্রক্রিয়াজাত খ্যাদ্যপণ্য নিয়ে ‘ফুডেক্স সৌদি ২০১৮। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিদিন বিকেল থেকেই মেলায় দর্শনার্থীদের সমাগম শুরু হয়।
জেদ্দাস্থ আন্তর্জাতিক প্রদর্শন কেন্দ্রের মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি রাজ পরিবারের সদস্য প্রিন্স খালেদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ। মেলায় উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। রিয়াদ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান, প্রেস উইং এর কনসাল ফখরুল ইসলামসহ প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন গন
মাধ্যমে প্রতিনিধিরা।
এ সময় কনসাল জেনারেল বলেন,‘বর্তমান সরকার দেশের ক্রমবর্ধমান জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণের চাহিদা মিটিয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। সৌদি আরবে প্রক্রিয়াজাত খ্যাদ্যপণ্য বাজার অনেক ভালো তাই এই দেশে বাংলাদেশী পণ্যের চাহিদা রয়েছে। আমাদের দেশে বিশ্ব মানের ফুড কোম্পানির রয়েছে। তারা যদি এই দেশের বাজার সৃষ্টি করতে পারে আমরাও দেশের পন্য পাব পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করব।
মেলায় অংশ নেওয়া ইলসন ফুড এর ম্যানেজিং ডিরেক্টর নূরুল ইসলাম বলেন, মেলায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে, দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবে মাটিতে এই প্রথম আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। শুনেছি সৌদি আরবের বাজার অনেক ভালো সারাও পাচ্ছি অনেক।