প্রবাস মেলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রের বড় পর্দার উদীয়মান চিত্রনায়িকা ‘চমক তারা’ এবং উঠতি মডেল এবং অনলাইন টিভি প্রেজেন্টার সারঝিন তামান্নার জন্মদিন পালিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার রাত ৮ টায় পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে তাদের জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় চিত্রনায়িকা ‘চমক তারা’ বলেন, যদিও আমার জন্মদিন ২৩ সেপ্টেম্বর, তার একদিন আগে প্রবাস মেলা অফিসে জন্মদিন উদযাপন করতে পেরে অনেক ভালো লাগছে। প্রবাস মেলা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।

সারঝিন তামান্না বলেন, এখানে জন্মদিন পালন করতে পেরে আমার অনেক ভালো লাগছে। প্রবাস মেলা’র কলাকুশীলদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
চমক তারা বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। টিভি নাটক, চলচ্চিত্রসহ মঞ্চ নাটকের সাথেও জড়িত তিনি। পদাতিক নাট্য সংসদের নিয়মিত সদস্য চমক তারা।

বাংলা চলচ্চিত্রে চমক তারা’র বড় পর্দায় অভিষেক ঘটে ‘মা বাবা’র সন্তান’ সিনেমার মাধ্যমে। এরপর ‘মাস্তান ও পুলিশ’ সিনেমাতেও তিনি হিরোইন হিসেবে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। এর বাইরে তিনি অসংখ্য চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিন করেছেন।

চমক তারা জানান, ইতিমধ্যে তিনি ছয়টি আইটেম গানে এবং অনেকগুলো ওয়েব সিরিজে কাজ করেছেন।

চমক তারা ও সারঝিন তামান্না’র জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রবাস মেলা’র কলাকুশীলরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।