প্রবাস মেলা ডেস্ক: ২৩ জুলাই ২০১৮ সোমবার প্রবাস মেলা অফিস পরিদর্শনে আসেন ইতালি প্রবাসী সাংবাদিক আখি সীমা কাওসার। তিনি একজন সক্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী।
আখি সীমা কাওসার ৯০’র দশকে ‘দৈনিক জনতা’ পত্রিকায় বিভিন্ন পদে প্রায় এক দশক অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। এখন তিনি লন্ডন টাইমস নিউজের ইউরোপ করসপনডেন্ট ও পাক্ষিক প্রবাস মেলা’র রোম (ইতালি) প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের প্লাটফর্মে প্রতিষ্ঠিত ‘কানেক্ট বাংলাদেশে’র ইতালির সমন্বয়ক হিসেবে কাজ করছেন।
অফিসে আলাপচারিতার পরে প্রবাস মেলা অফিসে পত্রিকার নির্বাহী সম্পদক শহীদ রাজু ও চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু গুণী এই প্রবাসী সাংবাদিকের হাতে আইডি কার্ড (রোম প্রতিনিধি) ও পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।