প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা অফিসে ফ্রান্সের তুলুজ প্রবাসী মার্ক রয়। সম্প্রতি এক সন্ধ্যায় তিনি প্রবাস মেলা কলাকুশীলদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সংস্কৃতিপ্রিয় মার্ক রয় প্রবাসের শিল্পসাহিত্যের অনেক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। দেশে থাকতেও সংস্কৃতি অঙ্গনে তার ছিল পদচারণা।
বাংলাদেশ প্রবাসী খ্রিষ্টান এসোসিয়েশন তুলুজ, ফ্রান্স এর সাধারণ সম্পাদক হিসেবে মার্ক রয় দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছেন। প্রবাসীদের সুখে-দুঃখে ঐক্যবদ্ধ রাখা সহ বিদেশে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরতে এ সংগঠন কাজ করছে বলে তিনি জানান।
শেষে প্রবাস মেলা’র পক্ষ থেকে কৃতি এই প্রবাসীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।