প্রবাস মেলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক প্রবাস মেলায়। মাসুদ পথিক একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং কবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’কবিতা অবলম্বনে ‘মায়া দ্য লস্ট মাদার’র নির্মাণ করেছেন মাসুদ পথিক। যেটি এখন মুক্তির অপেক্ষায়।
বিখ্যাত কবি নির্মলেন্দু গুনের কবিতা অবলম্বনে তার প্রথম চলচ্চিত্র “নেকাব্বরের মহাপ্রয়াণ” তৈরি করে প্রথম চলচ্চিত্রেই মাসুদ পথিক জাতীয় পুরস্কার লাভ করেন ।
এছাড়াও তিনি কবিতা রচনা এবং চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণার কাজ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের উপর প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে গবেষণা করছেন। ভবিষ্যতে জাতির পিতার উপর আরাধিত চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানান।
মাসুদ পথিক কথা প্রসঙ্গে জানালেন যে, তার নির্মিতব্য ‘মায়া দ্য লস্ট মাদার’ (মুক্তির অপেক্ষায়) চলচ্চিত্রটি বিভিন্ন দেশে প্রদর্শণের জন্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতা শেষে পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক তরুণ গুণী এই নির্মাতার হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন।