প্রবাস মেলা ডেস্ক: ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার প্রবাস মেলা অফিসে আসেন মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট রফিক আহমদ খান।
তিনি পত্রিকার কলাকুশীলদের সাথে আড্ডা-আলোচনায় প্রবাসে সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করেন। শেয়ার করেন প্রবাসে বাঙালিদের হারভাঙ্গা পরিশ্রমের কথা। পরে প্রবাস মেলা পত্রিকার নেপথ্য কারিগর, আবৃত্তিকার ও উপস্থাপক মামুন ইমতিয়াজ এবং পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ফটোসেশনে প্রবাসী লেখক রফিক আহমদ খান এর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।