কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব।
২৮ অক্টোবর রবিবার রাতে কুয়ালালামপুরের হোটেল ডি-পালমায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ঢাকা থেকে টেলিফোনে এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আজ এক ক্লান্তিকাল অতিক্রম করছে, যেখানে স্বাধীনতা নেই কারোই। সংবাদ পত্রের কণ্ঠরোধ করতে করা হয়েছে নতুন আইন। বিরোধী মতকে দমনে লেলিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এমতাবস্থায় তারা চাইছে সামনে আরেকটি লোক দেখানো নির্বাচনের নামে আবারও ক্ষমতা দখল করতে। তবে এবার আর সেই সুযোগ পাবে না- প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম বলেন, শেখ হাসিনা ৫ জানুয়ারির মত এবার আর লোক দেখানো নির্বাচনের নামে ক্ষমতা দখল করতে পারবে না। একই খেলা বার বার দেশের মানুষ নেবে না- এবার তাদের প্রতিহত করবে সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, সরকার দেশ ও দেশের মানুষকে একটি চরম অবস্থায় ঠেলে দিয়েছে। তাদের হাত থেকে দেশ জাতি মানুষ ও ধর্মের মুক্তির আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে।
যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহ কমিটির সদস্য মির্জা খোকন, মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, জাহাঙ্গীর আলম, যুবদল মালয়েশিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহ সভাপতি মঞ্জু খাঁ, ধানমন্ডি থানার ছাত্রদলের সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকি, মুন্সীগঞ্জ সদর থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ, মালয়েশিয়া ছাত্র সংসদের ভিপি আইআইইউএম ফাইজুল হক, মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম মুরাদ, রমজান আলী, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, দপ্তর সম্পাদক বাদল কারার, অর্থ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম, বিএনপির সদস্য টিপু সুলতান, সেরডাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান, কুয়ালালামপুর মহানগর যুবদলের সভাপতি শামীম রেজা, শিমুনিয়া যুবদলের সভাপতি সেলিম মিয়াসহ যুবদলের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি ও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যার মামলা প্রত্যাহারের দাবি জানান।
শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।