মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণকারী ও সৌদি আরবের মহামহিম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাদশাহ সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ বিন সালমান ও সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য, বাংলাদেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।