জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’, এই স্লোগান নিয়ে ২২ অক্টোবর ২০১৮ সোমবার পূর্ব লন্ডনের রম্ফুরডের স্থানীয় একটি হলরুমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউহাম বাংলাদেশি এসোসিয়েশনের এ্যাওয়ার্ড প্রদান শেষ হল।
ইউকে ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা স্বপ্নের সোনার বাংলার সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন সুন্দরে টপ গ্রেডস অন জিসিএসসি, এ লেভেল এবং সেটস পরীক্ষা এবং যে সব বাচ্চাদের গ্রামার স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এমন মেধাবী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত ও আনন্দ দেওয়ার জন্য এ আয়োজনে উপস্থিত ছিল বিভিন্ন শহর ও বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা।
এনইসি গ্রুফ, রাব্বির এন্ড কো-একাউন্টনস, বিসমিল্লাহ প্রোপার্টি (NEC Group, Rabbir & co Accountants, Bismillah property) ’র স্পন্সরে আয়োজিত অনুষ্ঠানে নিইউহাম বাংলাদেশি এসোসিয়েশনের সভাপতি একাউন্টেট রাব্বীর হাসানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ ইকবাল এবং মোহাম্মদ আজাদ এর সঞ্চালনায় এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান অতিথি ডক্টর হাসান শহীদ (Associate Professor queen marry university), বিশেষ অতিথি কাউন্সিলর ব্যারিস্টার নাজীর আহমেদ, (Councilor Barriester Nazir Ahmed,vice chair Newham Council) এবং NEC CHAIR জনাব ইকরাম ফরাজি । উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মীনহাজ্জ ব্যাপারী, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফছার হিরণ, সিনিয়র সহ সভাপতি সাইদ জামান,মিজানুর রহমান সদস্য সচিব, সহ সভাপতি মোহাম্মাদ বাবুল মোড়ল, হক মাহবুব, হাবিবুর রহমান চুননু, মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন Dr Shah Jalal (Associate Professor UCL ), Dr shafiqul Aziz (Scientist NPL) এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পৃথিবীর যেখানেই থাকি শিক্ষার আলো দেশের সংস্কারের কথা যেন ভুলে না যাই । বিভিন্ন স্কুল থেকে এই সংগঠনের তথ্যানুযায়ী গ্রাগ্রামার স্কুলের ৪ জন,
Sats ১২ জন, লেভেল A ১০ জন, GCSC ২৩ জনকে সার্টিফিকেট এবং ক্রেস্ট পুরস্কৃত করা হয়।
সীমিত সময়ের তথ্যের ভিত্তিতে যতটুকু সংগ্রহ করা হয়েছে এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ এবং স্পন্সর হিসাবে যারা সম্পৃক্ত তাদের সবাইকে নিউহাম বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে একাউন্টেট রাব্বীর হাসান এ ধরণের উৎসাহমূলক সকল দেশপ্রেমিক সংগঠনকারীদের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বপ্ন হউক বাস্তবতা যা ঘুমিয়ে নয় বরং পূরণের প্রত্যাশায় যা ঘুমাতে দেয়না, মনটাই হউক মিছিল আর প্রতিজ্ঞা । শেষে এসোসিয়েশনের সভাপতির ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।