শ্যামলী আক্তার, ওয়ারশ, পোল্যান্ড থেকে: পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় দূতাবাস প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে ওয়ারশের ভিঙ্গুলা নদীর ওপর নির্মিত গ্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটি লাল-সবুজের রঙে সাজানো হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস মিনিস্টার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ তার বক্তব্যে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবার মান উন্নত করার প্রতিশ্রুতি দেন। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রবিউল আলম আরশ এবং বিএনপি আহ্বায়ক শরিফ আবদুল্লাহও বক্তব্য রাখেন। তারা বাংলাদেশের সুনাম রক্ষায় প্রবাসীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত আয়োজনে পোল্যান্ড ছাড়াও ইউক্রেন, লিথুয়ানিয়া এবং লাটভিয়ায় বসবাসরত অনেক প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত সবাই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।