প্রবাস মেলা ডেস্ক: ৫ আগস্ট ২০২২, শুক্রবার রাতে ঘোষণা দেয়া হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধির। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এদিকে তেলের দাম বৃদ্ধির পরপরই নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী পরামর্শ দিয়েছেন।
নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক ফেসবুকে লেখেন, ‘হাঁটা এবং সাইকেল’। এই মন্তব্য থেকে বোঝা যায়, গাড়ি ভাড়া এড়াতে চাইলে সাইকেল কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছান। এটা থেকে বোঝো যায়, তিনি এ জন্য দুটি শব্দ লিখেছেন।
ওমর সানীর ওই মন্তব্যের পর থেকেই নেটিজেনরা তার সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই লিখেছেন, মোটা অঙ্কের গাড়িভাড়া এড়াতে চাইলে অবশ্যই সাইকেল ও হাঁটার বিকল্প নেই।
১৯৯২ সালে নির্মাতা নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন সানী। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন।