প্রবাস মেলা ডেস্ক: ‘প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্ততি নিন’ এই স্লোগানটি সারা দেশ ও বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সভ্যতা ৪র্থ বারের মতো বাংলাদেশের সুবিধাবঞ্চিত প্রবীণদের সুবিধা প্রদানের জন্য জনসচেনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার, বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উড্ডয়ন করা হয় “পিতা-মাতাকে না বলা কথা” শতাধিক চিঠি, গ্যাস বেলুন দিয়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অমরা বর্তমানে সমাজে বা পরিবারে প্রবীণ যারা আছেন, তাদের সেবা যত্ন, তাদের অধিকার, তাদের যে ন্যায্য স্বার্থ, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেমন অমরা উদাশীল, তার থেকেও বেশী উদাশীল আমি যে একদিন প্রবীণ হব বা বর্তমান প্রজন্ম যে একদিন প্রবীণ হবে এবং প্রবীণের যে বিরম্বনা, যে কষ্ট দুঃখ এগুলাকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি নেওয়া জন্য যা করা দরকার, সেই সব বিষয়ে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুব উদাসীন। কেহই কিন্তু বার্ধক্যের হতে থেকে রেহাই পাবে না। বেচেঁ থাকলে আমাদের বার্ধক্যে পৌছতে হবেই। সেই বার্ধক্য যেন সস্থিময় এবং কর্মময় হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড.মো: আক্তারুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামজিক সংগঠনগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রবীণদের প্রতি সম্মান ও নিজেদের বার্ধক্যের প্রস্তুতির জন্য একাত্বতা প্রকাশ করেন।
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, বয়স্ক ভাতা, বিধাবা ভাতা ও বিভিন্ন ভাতা বিষয় বাস্তবায়নের জন্য বক্তব্য রাখেন, পৃরান ঢাকা মঞ্চের পক্ষে মোস্তাক রহমান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সভ্যতার চেয়ারম্যান রেজওয়ানা হোসেন সুমী এবং অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সভ্যতার সিইও আলোকচিত্র সাংবাদিক শাকিল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার হাসান বাবু।