মার্ক রয়: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বৃহৎ অনুষ্ঠান “প্রাক বড়দিন” উৎসব । ১৬ ডিসেম্বর রবিবার ঢাকার জোয়ার সাহারা এলাকায় “হাউজ চার্চ অব বাংলাদেশ” কর্তৃক অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে প্রায় দুইশ খ্রিস্টান ধর্মাবলম্বীর উপস্থিতে ভাবগম্ভীর পরিবেশে দেশের আপামর মানুষের শান্তিময় সহবাসের জন্য বিশেষ প্রার্থনা করা হয় । একই সাথে প্রভু যীশু খৃষ্টের জন্মদিনের আলোকে প্রচার করেন প্রতিষ্ঠানের সিনিয়র পুরোহিত রেভা: জেমস জিপু রায়।
সকলের মঙ্গল ও ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করার জন্য এই ধরনের আয়োজন ও অনুষ্ঠানের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অনুষ্ঠানের শেষের দিকে ছেলে-মেয়েদের নিয়ে বড়দিনের বিশেষ কেক কাটা, উপহার সামগ্রী প্রদান সহ বড়দিনের কীর্তন পরিবেশিত হয়।
সবশেষে আনন্দঘন পরিবেশে রাতের খাবারে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।