কোপেনহেগেন, ডেনমার্ক থেকে: দেশকে তথ্যপ্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে প্রথম স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । আর সেই স্বপ্নের সফল রূপকার তাঁরই কন্যা জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা। ২০২১ সালে স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালনের বছর এই লক্ষে তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। উন্নায়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এইজন্য দরকার দলকে শক্তিশালী করা এবং ঐক্যবন্ধভাবে দলের নেতা ও কর্মীদের নির্বাচন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া । যে যেমন ভাবে পারে ভিন্ন ভিন্ন কৌশলে আওয়ামী লীগ শাসন আমলে উন্নায়নের চিএগুলি দেশ-বিদেশে সবার কাছে তুলে ধরতে হবে।
একমাত্র শেখ হাসিনাই পারেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে তিনি বিভিন্ন ক্ষেত্রে তার প্রমাণ করেছেন। তাঁর তুলনা তিনি নিজেই। ডেনমার্ক আওয়ামী লীগ উদ্যাগে প্রবাসে রাজনৈতিক কর্মকান্ড কিভাবে দেশের জন্য কাজে লাগানো যায় তা বিচার বিশ্লেষন করে দলকে শক্তিশালী করার জন্য সবাইকে নিয়ে সবাই মিলে বর্ধিত সভার আয়োজন করা হয়।
ডেনমার্ক আওয়ামী লীগের সস্মানীত সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও সংগঠনের সাধারণ সস্পাদক জনাব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। ডেনর্মাক আওয়ামী লীগের কার্যকারী কিমিটির সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের উপস্থিতিতে ডেনমার্ক আওয়ামীলীগকে শক্তিশালী করতে কার্যকারী কমিটির বিভিন্ন শূন্য পদের জন্য একে অন্যজনের নাম প্রস্তাব করেন । সর্বসম্মতভাবে মোহাম্মদ ইসমাইলকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সস্পাদক হিসাবে বোরহান উদ্দিন ও বেলাল হোসেন রুমীর নাম প্রস্তাবনা করা হয় এবং গৃহীত হয়।
সাংগঠনিক সস্পাদক হিসাবে মো: শামীম খালাসী, রোমেল মিয়া সোহাগ, সারিং সেলিম ও শাহাদত হোসেনের নাম প্রস্তাবিত হয় এবং এই পদে যুক্ত করা হয়। আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক হিসাবে তরিকুল ইসলাম এরশাদ অর্থ-সস্পাদক জনাব মোহাম্মদ খোকন ধর্ম বিষয়ক সস্পাদক জনাব সাইফুল ইসলাম সাইফ তথ্য ও প্রযুক্তি সস্পাদক শিপন মোহাম্মদ, দপ্তর সস্পাদক জনাব জাহিদুল ইসলাম মামুন, সাংস্কৃতিক সস্পাদক ইব্রাহিম তুহীন, যুব স্পোর্ট সস্পাদক আনোয়ার হোসেন পলাশ, তথ্য ও গবেষণা সস্পাদক শরীফুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সস্পাদক সাইফুল ইসলাম রতনকে ডেনমার্ক আওয়ামী লীগের কর্ষকারী কমিটিতে সংযোজন করা হয়।
পরে নেতৃবৃন্দ আওয়ামী লীগের গঠনতন্ত্র ও দলের প্রতি অানুগত্য ও নিদের্শনা মেনে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবন্ধভাবে কাজ করার শপথ করেন। বর্ধিত সভার শেষ অংশে সর্বসম্মতভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত – বিএনপির অনলাইন প্রোপাগান্ডার বিরুদ্ধে একটি নির্বাচনী প্রচার সেল গঠন করা হয়।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, হাসনাত রুবেল সহ সভাপতি নাসির উদ্দিন সরকার ,জাহিদ বাবু, মো : ইসমাইল, যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম বাবু, সাইফুল ইসলাম সাফি, বোরহান উদ্দিন, বেলাল হোসেন রুমী সাংগঠনিক সস্পাদক শামীম খালাসী, রোমেল মিয়া ও শাহাদত হোসেন তথ্য প্রষুক্তি সস্পাদক সিপন মোহামদ, অর্থ সস্পাদক মো খোকন, ধর্ম সস্পাদক সাইফুল ইসলাম সাইফ, আন্তজাতিক বিষয়ক সস্পাদক তরিকুল ইসলাম এরশাদ, সাংস্কৃতিক সস্পাদক ইব্রাহিম তুহীন, স্পোর্ট সস্পাদক আনোয়ার হোসেন পলাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ সস্পাদক সাইফুল আহম্মদ রতন। রাতের খাবার শেষে বর্ধিত সভার সমাপ্তি হয়।