জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৪ এপ্রিল ২০২২, রবিবার লন্ডন, মেনর পার্ক CHAI NAAN রেস্টুরেন্ট-এ টাঙ্গাইল জেলা সমিতি ইউকের কার্যকরী সদস্যদের উদ্যোগে, সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিতে সংগঠনের সহ সভাপতি মনোয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটুর সঞ্চালনায় এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয় l

সভায় উপস্থিত কার্যকরী সদস্যবৃন্দ্র এবং অনলাইনে যুক্ত সদস্যবৃন্দ, সমিতির বর্তমান সংকট ও সমস্যা সমাধান নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন l
এ সময় সংগঠনের বর্তমান সংকটের সার্বিক দিক বিবেচনা ও বিশ্লেষণ করে আলোচনা সভায় সর্বসম্মতি প্রস্তাব এবং পরামর্শক্রমে মেয়াদ উত্তীর্ণ পুরাতন কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশন বিলুপ্ত করে ৯ সদস্য বিশিষ্ট ‘সমন্বয়ক আহ্বায়ক’ কমিটি গঠন করা হয় l
সমন্বয়ক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক: আওয়াল মিয়া, সদস্য সচিব: এখলাসুজ্জামান খান টুটুল, জাহিদুল ইসলাম জাহিদ, লুৎফর রহমান, ইউসুফ তালুকদার, সামসুল আলম তালুকদার তারেক, নূরে আলম আদম, সাঈদ করিম শিমুল, সামসুল আলম তালুকদার তানজিল।

উক্ত আহ্বায়ক কমিটি সংগঠনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ এবং ইতিমধ্যেই সাংগাঠনিক যাবতীয় কার্যক্রম শুরু করেছে l
সার্বজনীন আলোচনার মাধ্যমে সংগঠনের আগামী কার্যকরী কমিটি গঠনে সুষ্ঠ নির্বাচন এবং সংগঠনকে কিভাবে গঠনমূলকভাবে এগিয়ে নেয়া যায় সেই আলোচনার প্রক্রিয়া অব্যাহত রেখে কাজ করবে l
উল্লেখ্য, সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে আলোচনা অব্যাহত রাখার জন্যই মূলত এই সমন্বয়ক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে l ইউকে বসবাসরত ১৬ বছর থেকে শুরু করে সবাই টাঙ্গাইল জেলা সমিতির সদস্য এবং ভোটার হইতে পারবে l
অচিরেই আলোচনার ভিত্তিতে নিরপেক্ষ ‘নির্বাচন কমিশন’ গঠন করে নির্বাচনের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে l
ইউকে প্রবাসী সমস্ত টাঙ্গাইবাসীদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে সবার কাম্য এবং টাঙ্গাইল জেলার সুনাম, ঐতিহ্য এবং সমিতির ঐক্য ধরে রাখাই সমন্বয়ক আহ্বায়ক কমিটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য l
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয় ।