ক.ম জামাল উদ্দিন, খামিস মুশাইত, সৌদিআরব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক কনস্যুলেট প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ মার্চ ২০১৯ কনস্যুলেট প্রাঙ্গনে বিকাল ০৪:০০ ঘটিকায় “ছোটদের বঙ্গবন্ধু” ও “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ” এর উপর শিশুদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ ২০১৯ তারিখে জাতীয় পতাকা, বাংলাদেশের ফুল, ফল, শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য/ সৌন্দর্য্যরে উপর শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংলিশ মিডিয়ামের প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
![](http://www.probash-mela.com/wp-content/uploads/2019/03/Photo-of-17-March-2019-2.jpg)
১৭ মার্চ ২০১৯ বিকাল ০৫:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
![](http://www.probash-mela.com/wp-content/uploads/2019/03/Photo-of-15-March-2019.jpg)
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীগণ ও শিশুদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কনসাল জেনারেল দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শ্রেনী-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।