জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সোমবার জেদ্দায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুড় মরহুম রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মুকিব বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়াউর রহমান বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনে ঝাপিয়ে পড়েছিলেন।
জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
পবিত্র মক্কা নগরীতে মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জান মাল ও ইজ্জতের হেফাজত ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দোয়া পরিচালনা করেন কারী মৌলানা আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, এম এ আজাদ চয়ন, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শাহাজান, বেলায়েত হোসেন তালুকদার, বেলায়েত হোসেন মিন্টু, ইসমাইল হোসেন ইমন, আলাউদ্দিন, বশির আহমদ, মারুপ হোসেন, আব্দুর রহিম সহ প্রমুখ।