প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় কবিতা পরিষদ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। ১১ জানুয়ারি ২০২৫, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান এই ঘোষণা দেন। এবারের উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে এই দুইদিনব্যাপী উৎসব। প্রথম দিন থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তির আয়োজন। দ্বিতীয় দিন থাকবে কবিতা বিষয়ক সেমিনার, কবিতার গান, নৃত্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের কবি ও লেখকদেরও আমন্ত্রণ জানানো হবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। লিখিত বক্তব্যে কবি মোহন রায়হান উৎসবের প্রস্তুতি এবং পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, উৎসব আয়োজনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি এবং ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে। উৎসবের রেজিস্ট্রেশন দপ্তর চালু করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন সংলগ্ন কক্ষে।
কবিতা পাঠের জন্য নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। অংশগ্রহণকারী কবিদের দুটি স্বরচিত কবিতা, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। উৎসবের শেষে পঠিত কবিতাগুলোর একটি সংকলন প্রকাশ করা হবে। নিবন্ধনের জন্য অনলাইনে এই লিংকে (https://tinyurl.com/kobita2025) আবেদন করা যাবে।
উৎসবে সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ, ব্যক্তি বা গোষ্ঠীবন্দনা এবং স্বাধীনতা বিরোধী কোনো কবিতা পাঠ নিষিদ্ধ থাকবে।
কবি মোহন রায়হান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে দেশের সকল কবি ও কবিতাপ্রেমীদের এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান, কবি মতিন বৈরাগী, কবি শাহীন রেজা, ছড়াকার আবু সালেহ এবং উৎসব সমন্বয়ক কবি মানব সুরত। অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।