অাখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি প্রবাসী ফটোসাংবাদিক শাহীন খলিল কাওসার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভির ইতালি প্রতিনিধি হওয়ায় লন্ডন টাইমস নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শাহীন খলিল কাওসার দীর্ঘদিন ইতালিতে বসবাস করছেন। তিনি সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশে থাকাকালীন তিনি দৈনিক জনতার স্টাফ ফটোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।
লন্ডন টাইমস নিউজ ফোরামের প্রেসিডেন্ট মিসেস রীনা মোশাররফ, লন্ডন রিপোর্টাস ইউনিটের সেক্রেটারি জেনারেল সৈয়দ শাহ সেলিম আহমেদ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক অালী রেজা খান, গ্রামীন প্রকাশনী সংস্থার এক্সিকিউটিভ প্রকৌশলী রাইম সেলিম শাহিন খলিল কাওসারকে গাজী টিভির ইতালি প্রতিনিধি হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, শাহিন খলিল কাওসার লন্ডন টাইমস নিউজের ডিরেক্টর হিসেবে কাজ করছেন।