রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: কুয়ালালামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্বরণে আলোচনা সভা করেছে মালয়েশিয়া শাখা ছাত্রলীগ। স্থানীয় সময় ৩০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা স্বরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সহসভাপতি তারেকুল আলম চৌধুরী অভি।
ছাত্রলীগ মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার নেতা সেলিম সর্দার, আকুব্বার মাহমুদ, সেলাঙ্গর শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, আরাফাত হোসেন আলিম, কুয়ালালামপুর শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিসুর রহমান রিপন, এমএইচ জুয়েল, রোহান আহমেদ শামিম, মোহাম্মাদ ইলিয়াস, ওয়াসিক জাওয়াদ, সালমান খান, বায়েজিদ আহমেদ প্রমূখ।