প্রবাস মেলা ডেস্ক: ‘কিশোর গ্যাংস্টার’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির সুইটি। এতে রত্নার বিপরীতে দেখা যাবে নবাগত এক নায়ককে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন।
চার বছর আগে সবশেষ রত্নার ‘টাইম মেশিন’ ছবি মুক্তি পায়। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে জুয়েল ফারসির ‘অরুণ বরুণ কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’ সিনেমাগুলো।
নতুন সিনেমা সম্পর্কে রত্না বলেন, বর্তমানে গাজীপুরে সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটিতে শহর ও গ্রামের গল্প আছে। বেশ কদিন ধরেই গাজীপুরে শুটিং করছি। গান বাদে সিনেমায় আমার অন্যান্য অংশের কাজ শেষ হচ্ছে। শিগগিরিই গানের অংশের শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে।
২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।
এরপর তিনি কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি।