দ্বীন ইসলাম রাজন
লিসবন, পর্তুগাল
চোখের জল লুকোতে চাইনা আমি
যদি সেই জল তোমার স্মৃতিগুলো
মুছে দিতে পারে, স্বপ্ন আমি এখনো দেখি
তবে স্বপ্ন আর বাস্তবতার ব্যবধানটুকুও বুঝি
ভিতরে ভিতরে নিজে পোড়ার
তীব্র ঘ্রাণ আর স্বাদ দুটোই পাই ..
এই ইট পাথরের যান্ত্রিক পৃথিবীতে
বিশুদ্ধ বাতাসের যেমন অভাব
তেমনি অভাব শুদ্ধ ভালোবাসার
মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে
মনের জানালা খুলিনা আমি তোমায় দেখার ভয়ে ..
কঠিন পাথরে ফুল ফোটে মরুর বুকে আজ নতুন প্রাণ
তিল তিল করে জমানো যেই বিশ্বাস ভেঙ্গে দিয়েছো
সেখানে আর নতুন করে গড়ার কিছু নেই
থেকে যায় কিছু কথা, জীবনের সুখ-দুঃখ, আনন্দ-ব্যথা
গভীর আঁধারে আমি একজনা আলোর সন্ধানী
তাইতো আলো দেখলেই তার পিছনে ছুটে চলি,
হউক না সে জোঁনাক আলো, আশা-নিরাশার দোলাচালে
কষ্টগুলো বুকে চেপে আমি আছি ভীষণ ভালো..